কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে তার পিতা-মাতা, এবং তার সন্তান ও সমস্ত মানুষ থেকে আমাকে বেশি মোহাব্বত করবে। {সহীহ বুখারী শরিফ, হাদীস নং-১৫, সহীহ মুসলিম শরিফ, হাদীস নং-১৭৭}

Tuesday, February 22, 2022

হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন।

 হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন।



ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের সবচেয়ে বড় দুশমন ছিল। তারা  আলাইহিস সালামকে সহ্য করতে পারত না। একদিন ইহুদিদের একটি দল হযরত ঈসা আলাইহিস সালামকে এই বলে গালিগালাজ করতে লাগলো যে তুমি জাদুকর তোমার মা ও জাদুকর । এবং বলল তুমি অসৎ এবং তোমার মাও একজন অসতী। একথা শুনে হযরত ঈসা আলাইহিস সাল্লাম মনে অনেক কষ্ট পেলেন। এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ, আমি তোমার একজন নবী। এসব লোকেরা আমাকে এবং আমার মাকে যা তা বলছে। অতএব তুমি এই সব লোকদের তোমার আজাবের মজা দেখাও। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং ইহুদিদের ওই দলকে বানরে এবং শুকর পরিণত করলেন।


 এ হেন ঘটনা যখন ইহুদীদের প্রধান জানতে পারল তখন সে খুব ঘাবড়ে গেল এবং ভয় পেয়ে গেল যে তাদের সব ইহুদিদেরকে এরকম বানর ও শূকরে পরিণত করে ফেলতে পারে। তারপর সে সকল ইহুদিদের একত্রিত করল এবং বলল যেকোন উপায়ে ঈসা কে হত্যা করতে হবে। এদিকে হযরত জিবরীল আমীন হযরত ঈসা আলাইহিস সাল্লাম জানিয়ে দিলেন যে ইহুদীরা আপনাকে হত্যা করতে আসবে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিবেন।


এরপর ইহুদিরা সব একত্রিত হল এবং হযরত ঈসা আলাইহিস সালামের ঘর ঘিরে ফেলল। তারপর এক ব্যক্তি কে হযরত ঈসা আলাইহিস সাল্লাম এর ঘরে পাঠানো হলো দেখে আসার জন্য। তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সাল্লাম কে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিলেন এবং সেই ইহুদি যে ঘরে প্রবেশ করেছিল তাকে হযরত ঈসা আলাইহিস সালামের রূপ দেয়া হল। এরপর কিছুসংখ্যক ইহুদি হযরত ঈসা আলাইহিস সালামের ঘরে প্রবেশ করল এবং নিজেদের সেই লোকটিকে ঈসা আলাইহিস সাল্লাম মনে করে তাকে হত্যা করে ফেলল। কিন্তু কিছুক্ষণ পর তারা ভাবতে লাগলো তাদের নিজেদের সেই লোকটিকে যারা তাকে পাঠিয়েছিল সে কোথায়। আর এই লোকটি যদি তাদের লোক হয় তবে ঈসা কোথায় আর যদি এই লোক ঈসা হয় তাহলে তাদের পাঠানো সে লোকটি কোথায়? 🤔


এখন ইহুদীরা ধারণা করতে লাগল যে তারা ঈসা আলাইহিস সাল্লাম কে হত্যা করে ফেলেছে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে তারা ঈসা আলাইহিস সাল্লাম কে হত্যা করতে পারেনি। বরং তারা তাদের নিজেদের লোককে হত্যা করে ফেলেছে ঈসা মনে করে। আর ঈসা আলাইহিস সাল্লাম কে আল্লাহ তায়ালা জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন।


0 comments:

Post a Comment